খেলাধুলা ব্রেকিং নিউজ

উরুগুয়েকে হারিয়ে কোপায় প্রথম জয় পেল মেসির আর্জেন্টিনা

শনিবার ভোরে কোপা আমেরিকায় লড়াই ছিল লুইস সুয়ারেজ বনাম লিয়োনেল মেসির। আর এই দ্বৈরথে জয় মুকুট উঠল মেসির মাথায়। জাতীয় দলের হয়ে প্রথমবার গোল করা গুইডো রডরিগেজের একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা। আর সেই গোলের ঠিকানা লেখা পাস বাড়ালেন লিও মেসিই।

এদিন কোপায় দক্ষিণআ মেরিকার দুই মহা শক্তিশালী দল মুখোমুখি হয়েছিল। গ্রুপ বি-র এই গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসলো আর্জেন্টিনাই। ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তাঁরাই। ম্যাচের ১৩ মিনিটের মাথায় মেসির বাড়ানো বল উরুগুয়ের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন রডরিগেজ। রিয়েল বেটিসের হয়ে খেলা এই তরুণ ফুটবলারের এটাই প্রথম আন্তর্জাতিক গোল।