টানটান কোপা আমেরিকা ফাইনালে শেষ হাসি হাসল আর্জেন্টিনা, বলা ভালো হাসলেন লিওনেল মেসি। কারণ দেশের হয়ে কোনও ট্রফি জিততে না পারার দুঃখ এদিন মুছেলেন তিনি। ভারতীয় সময় রবিবার ভোরে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা হারিয়ে দিল নেইমারের ব্রাজিলকে। ফলে দীর্ঘ ২৮ বছর পর কোপা জিতল আর্জেন্টিনা। আর শাপমুক্তি হল লিও মেসির, দেশকে কোনও ট্রফি দিতে না পারার যন্ত্রণা ভুললেন এলএম১০ কোপা ট্রফি হাতে তুলে।
২৮ বছর পর কোপা জিতল আর্জেন্টিনা, অ্যাঙ্খেল দি মারিয়ার গোলে জয় পেল তারা। এদিন ম্যাচের শুরু থেকেই দুই দল একে অপরকে চাপে রাখার খেলা শুরু করে। তবে ম্যাচের ২২ মিনিটের মাথায় দি মারিয়ার গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রায় একক প্রচেষ্টায় অসাধারণ গোল করলেন ডি মারিয়া। রডরিগো ডি পলের বাড়ানো পাস ফাঁকায় পেয়ে যান ডি মারিয়া। বল ধরে আচমকাই গতি বাড়িয়ে একাই এগিয়ে যান তিনি। গোলের সামনে পৌঁছে ব্রাজিলের গোলরক্ষক এডেরসন মোরায়েজের মাথার ওপর দিয়ে বল দুর্দান্তভাবে জালে জড়িয়ে দেন। এই একমাত্র গোলই ব্যবধান তৈরি করে দিল দুই দলের।
তবে ৫২ মিনিটের মাথায় গোল পেয়েই গিয়েছিল ব্রাজিল। রিচার্লিসনের শট জালে জড়িয়ে যায়। তবে অফ সাইডের জন্য বাতিল হয় গোল। ব্রাজিল আরোও বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একা গোলকিপারকে সামনে পেয়েও জালে বল ঠেলতে ব্যর্থ হন মেসি। তবে ম্যাচ জিতে ট্রফি হাতে তুলতে কোনও অসুবিধা হয়নি আর্জেন্টিনার।
You must be logged in to post a comment.