করোনা সংক্রমণের জেরে শেষ মুহূর্তে কোপা আমেরিকা আয়োজন করতে পিছিয়ে আসে আর্জেন্টিনা। তবে এগিয়ে আসে ব্রাজিল। সব বাধা পেরিয়ে অবশেষে শুরু হল দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। প্রথম ম্যাচেই সহজ জয় পেল ব্রাজিল।
সোমবার ভোরে ব্রাসিলিয়ায় ভেনিজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল। দলের একাধিক সদস্য করোনার কবলে পড়ায় সাতটি পরিবর্তন করতে বাধ্য হন ভেনেজুয়েলার কোচ জোসে পেসেইরো। ফলে ব্রাজিল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন নেইমার-গ্যাব্রিয়াল বারবোজারা। ম্যাচের ২৫ মিনিটে নেইমারের কর্নার থেকে রিচার্লসনের ফ্লিকে প্রতিপক্ষের গোলে বল জড়িয়ে দেন মার্কুইনস। তবে অনেক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলীয় তারকা নেইমার। এরপর ম্যাচের শেষলগ্নে ৮৯ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে ভেনিজুয়েলার কফিনে শেষ পেরেক পুঁতে দেন গ্যাব্রিয়াল বারবোজা। পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল দল।
You must be logged in to post a comment.