দীর্ঘ ১৪ বছর পর বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি বছরের কোপা আমেরিকা টুর্নামেন্টে সেটাই হতে চলেছে। কারণ বুধবার ভোরে কোপা সেমি ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল মেসির আর্জেন্টিনা। আগেই ফাইনালে উঠেছিল নেইমারের ব্রাজিল। ফলে লড়াই এবার মেসি বনাম নেইমারের। কার হাতে উঠবে শিরোপা? আগামী রবিবার ভোরে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলে খেতাব জিতেছিল। এরপর ২০১৯ কোপার সেমি ফাইনালে দুই দলের সাক্ষাতেও ব্রাজিল টেক্কা দেয় মেসিদের। ফলে এবার লিও মেসির কাছে বদলার ম্যাচ।
এবারের কোপার ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের একেবারে শুরুতেই, ৭ মিনিটে মেসির পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন লওতারো মার্টিনেজ। এ নিয়ে চলতি কোপা আমেরিকায় ৫টি গোলে অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজেও করে ফেলেছেন ৪ গোল। তিনিই গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। একই টানছেন দলকে। ফলে ফাইনালে যে মেসি ছেড়ে কথা বলবেন না সেটা বলাই বাহুল্য। অপরদিকে ব্রাজিলও দুরন্ত ছন্দে ফুটবল খেলছে এবারের কোপায়। তাই ফাইনালে লড়াই হবে হাড্ডাহাড্ডি।