আসন্ন কোপা আমেরিকা ২০২৪-এর গ্রুপ বিন্যাস ঘোষণা করল CONMEBOL। আগামী বছর আমেরিকা ও মেক্সিকোতে বসতে চলেছে কোপা আমেরিকার ৪৮ তম সংস্করণের আসর। দুই দেশের মোট ১৪ টি শহরে ৩২টি ম্যাচ হবে। সেই শহরগুলি হল, মায়ামি, ক্যালিফোর্নিয়া, লাস ভেগাস, আটলান্টা, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি, অরল্যান্ডো, হিউস্টন, মিসৌরি,সান্টা ক্লারা, গ্লেনডালে, ইস্ট রুদারফোর্ড ও অস্টিন।
২০ জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। সেই ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মোট ২৫ দিনে সম্পূর্ণ প্রতিযোগিতা শেষ হবে। যেখানে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে খেলবে মোট ১০টি দল। বাকি ৬ টি দল আমন্ত্রিত। তার মধ্যে থেকে মোট সেরা দুই দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের সেরা চার দল নিয়ে হবে দুটি সেমিফাইনাল। দুই জয়ী দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
১৬ টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। গতবারের চ্যাম্পিয়ান আর্জেন্টিনা পড়েছে এ গ্রুপে। মেসিদের গ্রুপের বাকি তিন দল পেরু, চিলি এবং ত্রিনিদাদ ও টোবাগো বা কানাডা। বি গ্রুপে পড়েছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জামাইকা। সি গ্রুপে রয়েছে উরুগুয়ে, আমেরিকা, পানামা ও বলিভিয়া। ডি গ্রুপে জায়গা করে নিয়েছে ব্রাজিল, প্যারাগুয়ে, কলম্বিয়া, কোস্টারিকা বা হন্ডুরাস।