খেলাধুলা ব্রেকিং নিউজ

কোপা আমেরিকা ২০২৪: দল ঘোষণা আর্জেন্টিনার

শুরু হতে চলেছে কোপা আমেরিকা ২০২৪। যেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ের মত দলগুলি খেলবে দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করতে। এ বার প্রতিযোগিতার আয়োজক দেশ আমেরিকা। যেখানে আবার চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আগামী ২০ জুন থেকে কোপা আমেরিকা শুরু হবে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। সেই প্রতিযোগিতার দল ঘোষণা করল গত বারের বিজয়ী দল আর্জেন্টিনা। ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তারা। এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা দলঃ

গোলরক্ষকঃ এমিলিয়ানো মার্তিনেস, ফ্রাঙ্কো আরমানি ও জোরোনিমো রুইলি

ডিফেন্ডারঃ গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, কুটি রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ের্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো।

মিডফিল্ডারঃ গুইডো রদ্রিগেস, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিয়স, এঞ্জো ফের্নান্দেস, গিওভানি লো সেলসো

স্ট্রাইকারঃ লিওনেল মেসি (অধিনায়ক), অ্যাঞ্জেল দি মারিয়া, ভ্যালেন্টিন কার্বোনি, আলেহান্দ্রো গারনাচো, নিকো গঞ্জালেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেজ