লিড নিউজ

আজ থেকে বাড়ল রান্নার গ্যাসের দাম

লকডাউন ৫ শুরু হতেই লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম। কোপ পড়ল ভর্তুকিহীন সিলিন্ডারের ক্রেতাদের ওপরে। ১ জুন থেকে দেশের চারটি মেট্রো শহরে ইন্ডেনের ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ১১টাকা ৫০ পয়সা থেকে ৩৭ টাকা পর্যন্ত। দিল্লিতে এলপিজি’‌র দাম ১১.৫০ টাকা বেড়ে দাঁড়াল ৫৯৩ টাকা। কলকাতায় অবশ্য গ্রাহকদের সিলিন্ডার পিছু গুনতে হবে বাড়তি ৩১.৫০ টাকা। ভর্তুকিহীন এলপিজি’‌র দাম এই শহরে বেড়ে হল ৬১৬ টাকা।
আজ সোমবার থেকে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম পড়বে ৬১৬ টাকা। আগে এই দাম ছিল ৫৮৪.৫০ টাকা। অর্থাৎ সিলিন্ডারপিছু বাড়ল ৩১.৫০ টাকা। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাই কী তড়িঘড়ি উঠিয়ে দেওয়া হল লকডাউন?‌ অশ্বডিম্বের মতো বলা হল লকডাউন থাকবে কনটেইনমেন্ট জোনে। অফিস–কাছারি খুলে দেওয়ার পেছনে কী রয়েছে এমন সব পূর্ব পরিকল্পনা?‌ উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, দিল্লির মতো মুম্বই শহরেও সিলিন্ডার পিছু ১১.৫০ টাকা বেড়ে দাম দাঁড়াচ্ছে ৫৯০.৫০ টাকায়। তবে সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি মুখে পড়ছে চেন্নাই। সেখানে সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল ৩৭ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৬০৬.৫০ টাকা। চার শহরের দামের তুলনা করলে কলকাতাতেই দাম সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি দাম বাড়ল চেন্নাইয়ে। সেখানে একটি ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৩৭ টাকা। উল্লেখ্য, মে মাসে দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৭৪৪ টাকা থেকে কমে হয়েছিল ৫৮১.৫০ টাকা। এবার আন্তর্জাতিক বাজারে এলপিজি’‌র দাম বাড়ায় লাফিয়ে বাড়ল দাম।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যাঁরা রয়েছেন, তাঁদের কোনও বাড়তি মূল্য দিতে হবে না। আগামী ৩০ জুন পর্যন্ত তাঁরা বিনামূল্যে গ্যাস পাবেন। এই সংখ্যাটা খুবই কম।