দেশ ব্রেকিং নিউজ

আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম

ফের মধ্যবিত্তের হেঁসেলে বাড়ল আগুনের তাপ। জুলাই মাসের শুরুতেই দাম বাড়ল রান্নার গ্যাসের। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, সিলিন্ডার প্রতি ২৫.৫০ পয়সা করে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। সেই অনুযায়ী কলকাতায় যে গ্যাসের দাম এতদিন ৮৩৫ টাকা ৫০ পয়সা (তথ্য সংগৃহীত) ছিল, তা এখন থেকে ৮৬১ টাকা হয়ে যাচ্ছে।

রাজধানী দিল্লির বাসিন্দাদের এতদিন রান্নার গ্যাসের জন্য এতদিন ৮০৯ টাকা দিতে হত। এবার থেকে তাঁদের ৮৩৪ টাকা ৫০ পয়সা দিতে হবে। মুম্বইয়েও একই দামে সিলিন্ডার কেনা যাবে। চেন্নাইয়ের বাসিন্দাদের নতুন সিলিন্ডার কিনতে গেলে ৮৫০ টাকা ৫০ পয়সা দিতে হবে। আহমেদাবাদে রান্নার গ্যাসের দাম হল ৮৪১ টাকা ৫০ পয়সা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সিলিন্ডার কিনতে গেলে ৮৭২ টাকা ৫০ পয়সা দিতে হবে আম জনতাকে।

পেট্রোল–ডিজেল ও রান্নার গ্যাসের দাম হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের হাতিয়ার। পশ্চিমবঙ্গ–সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে সব বিরোধী দলই সরকারকে কাঠগড়ায় তুলেছে এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে। যদিও কেন্দ্র তখন থেকেই বলে এসেছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলেই এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানির দাম বেড়েছে। রাজ্য সরকার যে কর নেয়, সেটাও দাম বাড়ার ফ্যাক্টর বলে দাবি জানিয়েছিল কেন্দ্র। যদিও মার্চের ভোটের সময় রান্নার গ্যাসের দাম কিছুটা কমেছিল। কিন্তু ভোট মেটার কিছুদিন পরই ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সিলিন্ডারের দাম।