লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। সেপ্টেম্বর মাস শুরু হতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম আরও বাড়ল। এবার থেকে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার কিনতে রাজ্যবাসীকে ৯১১ টাকা খরচ করতে হবে। দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারেরও।
আগস্ট মাসেই ২৫ টাকা দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। বুধবার সকালেই ফের ২৫ টাকা করে দাম বাড়ল গ্যাসের। নয়াদিল্লি, মুম্বইয়ের থেকেও কলকাতার গ্যাসের দাম অনেকটাই বেশি। ২৫ টাকা দাম বাড়ায় নয়াদিল্লিতে যেখানে বর্ধিত গ্যাসের মূল্য ৮৮৪.৫০ টাকা, সেখানেই কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ৯১১টাকা।
আজ থেকে চেন্নাইয়ে রান্নার গ্যাস কিনতে খরচ করতে হবে ৯০০.৫০ টাকা। একইসঙ্গে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৭৫ টাকা দাম বেড়েছে। এর আগে অগস্ট মাসের ১৮ তারিখ এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছিল। তার আগে ১ জুলাইও গ্যাসের দাম বেড়েছিল।
উল্লেখ্য, বিগত সাত বছর ধরেই এলপিজি গ্যাসের দাম বাড়ছে ক্রমশ। ২০১৪ সালে যেখানে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫০ টাকা, সেখানেই বর্তমানে তা ৮৫৯.৯০ টাকায় বেড়ে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই এখনও পর্যন্ত ১৯০ টাকা গ্যাসের দাম বেড়েছে। এর উপর রাজ্যভিত্তিক কর বসে। তাই গ্যাসের দাম আরও কিছুটা বৃদ্ধি পায়।