বিনোদন

চিত্রার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক

ব্যবসায়ী হেমন্ত রাওয়ের সঙ্গে সম্প্রতি বিয়ের বাগদান সম্পন্ন হয়েছিল তার। দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ায় তিনি খুবই জনপ্রিয়। হাতেও ছিল প্রচুর কাজ। সেই অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুতে বিতর্ক শুরু হয়েছে।

গণমাধ্যমগুলো দাবি, প্রেমিক হেমন্তের উপস্থিতিতে ৯ ডিসেম্বর চেন্নাইয়ের নাজরেথপেট্টাই এলাকার একটি হোটেলে আত্মহত্যা করেন বিখ্যাত অভিনেত্রী ও ভিজে চিত্রা। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। হোটেল থেকেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করায় তার হবু স্বামীকে চেন্নাই পুলিশ গ্রেপ্তার করেছে। চিত্রার মায়ের দাবি, তার মেয়েকে হেমন্ত পিটিয়ে খুন করেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, চিত্রার মৃত্যুর কারণ আত্মহত্যা বলেই দাবি করা হয়েছে।

পর্দায় চিত্রার ঘনিষ্ঠ দৃশ্য করা নিয়ে প্রেমিকের ঘোরতর আপত্তি ছিল। তাই নিয়ে অনেক দিন ধরেই তাদের মধ্যে বাগবিতণ্ডা চলছিল।

প্রসঙ্গত, চিত্রা তামিল ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন।‘পান্ডিয়া স্টোর্স’ ধারাবাহিকে তার শেষ কাজ। তার অভিনীত চরিত্র ‘মল্লাই’ তাকে প্রচারের আলোয় নিয়ে এসেছিল। সোশ্যাল মিডিয়ায়ও চিত্রা সক্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার দেড় মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।