পাহাড়ে লাগাতার বৃষ্টি। যার জেরে ফুলেফেঁপে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি নদীগুলো। মূর্তি, কুর্তি, নেওরা, মাল সহ বিভিন্ন নদীতে অনেকটাই বেড়েছে জলস্তর। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে।
মূর্তি নদী ফুলেফেঁপে ভয়াবহ হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকেই মূর্তি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় মূর্তি নদীর সেতুর কাজও চলছে। নদীতে নেমে শ্রমিকরা যাতে সেতুর কাজ না করে সেই জন্য তাঁদের নদী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্ষার এই মরশুমে মূর্তি নদীর পাশে যাতে কোন পর্যটক না যায় সেই জন্য সকলকে নিষেধ করা হয়েছে।
You must be logged in to post a comment.