ব্রেকিং নিউজ রাজ্য

গুমোট আবহাওয়ায় ভ্যাপসা গরম অব্যাহত, সকাল থেকে জারি বিক্ষিপ্ত বৃষ্টি

কয়েকদিন ধরেই ক্রমশ ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে ফের বদলাতে শুরু করেছে আবহাওয়া। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও বাড়বে বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারের মধ্যে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টি হবে।

মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস বলছে, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলায় একটানা বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।