ব্রেকিং নিউজ রাজ্য

জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্র, গ্রেফতার ১

জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হল। সেইসঙ্গে স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় ১৪ টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিয়ো প্রকাশ করে জানান, স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের আন্দোলনে হামলা চালানোর পরিকল্পনা চলছে। যাতে শাসকদলের উপর সেই হামলার দায় চাপানো যায়। পাল্টা চিকিৎসাকরাও বৈঠক করে। তারা জানায় কোনও দলের মুখপাত্র কি বলল তার প্রশ্নের উত্তর তারা দিতে ইচ্ছুক নয়।

এসবের মাঝেই কুণাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। তারপরেই শুক্রবার যাদবপুরের গরফা এলাকা থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করে বিধাননগর গোয়েন্দা পুলিশ। ধৃতকে জেরার সূত্র ধরেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ।

সঞ্জীব এবং কলতান দু’জনকেই শনিবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই ষড়যন্ত্রের ঘটনায় আরও কয়েকজনের যুক্ত থাকার খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।