কংগ্রেসের ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করল। বৃহস্পতিবার সকালেই মিছিল করে কোচবিহারে প্রবেশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অসম থেকে বাংলায় ঢুকলেন তিনি। অসম-বাংলা সীমান্তে বক্সীর হাট দিয়ে রাজ্যে প্রবেশ করেছে সেই মিছিল। সীমান্ত পর্যন্ত এসেছিলেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি।
অন্যদিকে, কোচবিহারে উপস্থিত ছিলেন বাংলার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। পতাকা বিনিময়ের পর কংগ্রেসের মিছিল সোজা চলে যায় ফালাকাটার দিকে। সারাদিন ফালাকাটা অঞ্চলেই ঘুরবেন রাহুল। এরপর রাতে চলে যাবেন দিল্লিতে। তবে বাংলায় ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ আজই শেষ হচ্ছে না।
ফের ২৮ জানুয়ারি বাংলায় আসবেন তিনি। ২৮ ও ২৯ উত্তরবঙ্গে ঘুরবেন রাহুল। কোথাও কোনও সভা করবেন কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এদিকে, ২৯ জানুয়ারিই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইন্ডিয়া জোট নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন রাহুলের এই বাংলা সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।