রাজ্য লিড নিউজ

Panchayet Election 2023: মনোনয়নের প্রথম দিনই মুর্শিদাবাদে খুন কংগ্রেসকর্মী

পঞ্চায়েত ভোটে নির্ঘন্ট প্রকাশ হওয়ার পরই কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুই শিবিরই। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা শুরু হয়েছে। আর মনোনয়নের প্রথম দিনই মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে খুন হন এক কংগ্রেসকর্মী।

জানা গিয়েছে, নিহতের নাম ফুলচাঁদ শেখ। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ফুলচাঁদকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনায় আহত কংগ্রেসের ৩ কর্মী। আহত এক তৃণমূল কর্মীও।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এদিন বাড়ির সামনে শিশু সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন ফুলচাঁদ। সেখানে কিছু তৃণমূলের লোকজন এসে হম্বিতম্বি শুরু করে। সেই সময় নাকি ফুলচাঁদ তাঁদের বলেন, ঝামেলা না করতে। সঙ্গে সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর ৬ রাউন্ড গুলি করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়। ফুলচাঁদের গ্রামে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদের একাধিক জায়গা রাজনৈতিক সংঘর্ষে তেতে উঠেছিল। সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম কাণ্ড বাঁধে। দুপুরে রানিনগরে তৃণমূলকর্মীদের রাস্তায় পেটানোর অভিযোগ ওঠে সিপিএম-কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা দেবে কে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাজীব সিনহা রাজ্য পুলিশের ওপর আস্থা রাখার ইঙ্গিতই দিয়েছেন। জানা গিয়েছে ৮ জুলাই, শনিবার রাজ্যে ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট গ্রহণ করা হবে। আগামী ৯ জুন থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে। ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ১১ জুলাই গণনা ও ফলাফল ঘোষণা।