দেশ ব্রেকিং নিউজ

হাত জয়ী, পদ্ম পরাজিত

গেরুয়া ঝড়কে হাত দেখিয়ে থামাল রাজস্থান! মরুর রাজ্যে পুরসভা নির্বাচনে কংগ্রেসের কাছ হেরে গেল বিজেপি। পঞ্চায়েত ভোটের হাওয়া পুরভোটে স্থায়ী হল না। রাজস্থানের পুর নির্বাচনে আসনের নিরিখে তৃতীয় স্থানে চলে গেল বিজেপি। প্রথমে কংগ্রেস ও দ্বিতীয় স্থানে নির্দল। এখনও অবশ্য বোর্ড গঠন বাকি। রাজস্থানের ১২ জেলায় মোট ৫০টি পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১,৭৭৫টি। সেখানে কংগ্রেস জিতেছে ৬২০টি আসন।
১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের ১৭৭৫টি আসনে নির্বাচন হয়েছিল রাজস্থানে। এখনও পর্যন্ত ১৭৭৪টি আসনের ফল ঘোষিত হয়েছে। কংগ্রেস পেয়েছে ৬২০টি, নির্দল প্রার্থীরা পেয়েছেন ৫৯৫টি এবং বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন। তবে বোর্ড গঠন করতে দু’‌দলেরই ভরসা হবে নির্দল প্রার্থীরা। তবে কৌশলগতভাবেই কংগ্রেস বেশকিছু আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন। তাঁদের সেই কৌশল কাজেও এসেছে। জয় পেয়েছেন সেই সমস্ত প্রার্থীরা।
জয়ীদের মধ্যে ৭ জন বিএসপি, ১ জন সিপিআই, ১ সিপিআইএম ও ১ জন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রার্থীও রয়েছেন। পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৭ হাজার ২৪৯ জন প্রার্থী। আর ভোটার সংখ্যা ছিল ১৪ লাখ ৩২ হাজার। রাজস্থানের পঞ্চায়েত ভোটে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। শহরাঞ্চলে সেই হাওয়া ঘোরাতে সক্ষম হয়েছে অশোক গেহলট। উলটোদিকে বরাবরই শহরাঞ্চলে ভাল ফল করে বিজেপি। এবার তা হল না। তবে পুরভোটের ফলাফলে গেহলট সরকারকে অক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।