দেশ ব্রেকিং নিউজ

টিকা ছাড়পত্রে আপত্তি কংগ্রেসের

এবার ভ্যাকসিন নিয়ে বিতর্কের খোঁচা দিল কংগ্রেস। কোভিড নিয়ে জোড়া ভ্যাকসিন অনুমোদন পাওয়ার দিনও রইল বিতর্ক। ‘স্বদেশি’ টিকা কোভ্যাক্সিন চূড়ান্ত ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কংগ্রেসের দাবি, ট্রায়াল শেষ হওয়ার আগে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া উচিত হয়নি। এই ঘটনায় জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে।
রবিবার দেশে জোড়া করোনা টিকা ছাড়পত্র পেয়েছে। একটি সেরামের কোভিশিল্ড এবং অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। কিন্তু এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়নি বলে দাবি কংগ্রেসের। তার আগেই এই টিকাকে ছাড়পত্র দেওয়া বিপজ্জনক হতে পারে মনে করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর। এদিন টুইটারে তিনি লেখেন, কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখনও হয়নি। তার আগেই ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হল। কোনও কারণ ছাড়াই তাড়াহুড়ো করল সরকার। এই পদক্ষেপ বিপজ্জনক হতে পারে।
কংগ্রেস নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে ট্যাগ করে লেখেন, ট্রায়াল সম্পূর্ণ হওযার আগে এই ভ্যাকসিন ব্যবহার করা উচিত নয়। যদিও কোভ্যাক্সিনকে সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী বলে দাবি করেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদবও কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে জানান, এটা মানুষের জীবন–মরণের বিষয়। অযথা দেখনদারি না করে টিকাকরণ উপযুক্ত ব্যবস্থা করা দরকার ছিল।
আর দেশীয় প্রযুক্তি তৈরি টিকা ছাড়পত্র পাওয়ায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ছাড়পত্র পাওয়া দু’টি টিকাই ভারতে তৈরি। তাই প্রত্যেক ভারতবাসীর গর্বিত হওয়া উচিত। আত্মনির্ভর ভারতের স্বপ্নের দিকে এগিয়ে যেতে আমাদের বিজ্ঞানীরা যে কতটা আগ্রহী, এটাই তার প্রমাণ দিল।