দেশ ব্রেকিং নিউজ

সোনিয়াকে চিঠি ২৩ জন নেতার

সোমবার বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের কার্যকরী সমিতি। তার আগেই আলোচনায় উঠে এসেছে সোনিয়া গান্ধীকে লেখা কংগ্রেসের ২৩ জন শীর্ষস্থানীয় নেতার চিঠি। সেই চিঠিতে দলের নানা সংকটংময় পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি পূর্ণ সময়ের নেতৃত্বেরও দাবি জানানো হয়েছে। এই চিঠিই সেখানকার মূল আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে।
গত লোকসভা নির্বাচনে দলের বিপর্যয়ের দায় মাথায় নিয়ে সভাপতি পদ ছেড়ে দেন রাহুল গান্ধী। তার পর দীর্ঘ চাপানউতোরের পর অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে ফিরিয়ে নিয়ে আসা হয় সোনিয়াকে। কিন্তু এই পদে তাঁরও মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত ১০ আগস্ট। সোনিয়াকে যে চিঠিটি দেওয়া হয়েছে, তাতে স্বাক্ষর রয়েছে কপিল সিবাল, শশী থারুর, গুলাম নবি আজাদ, পৃথ্বীরাজ চৌহান, বিবেক তনখা, আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি, রাজ বব্বর, সন্দীপ দীক্ষিতের মতো নামের। ফলে এই চিঠি হেলায় আঁস্তাকুড়ে ফেলে দেওয়া যাচ্ছে না।
কংগ্রেস সূত্রের খবর, চিঠিতে একজন পূর্ণ সময়ের সভাপতি চেয়ে জোরালো দাবি তুলেছেন নেতৃত্ব। বলা হয়েছে, এমন একজনকে দলের শীর্ষপদে দায়িত্ব দিতে হবে যিনি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। ২৪ ঘণ্টা সকলের পাশে থাকবেন। পূর্ণ মেয়াদের সভাপতিত্বের জন্য কাউকে নির্বাচিত করা হোক। এমনকী চিঠিতে এও লেখা হয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনও সমালোচনা করার উদ্দেশ্য তাঁদের নেই। বরং দলের পুনরুজ্জীবনের লক্ষ্যেই তাঁদের এই আর্জি। ওয়ার্কিং কমিটির সদস্য বাছতে নির্বাচনেরও দাবি জানানো হয়েছে চিঠিতে।