টানা পাঁচ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের বটতলা থানা। শনিবার ভোর থেকে কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে তল্লাশি চলাচ্ছিল পুলিশ। জানা গিয়েছে, সকাল আটটা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। ৩৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ৩৫৪ ধারা হল মহিলাদের প্রতি অসম্মানের ধারা। সাগরদিঘির ভোটের পর শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের একটি মন্তব্য নিয়ে তাঁর বিরুচ্ছে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কৌস্তভ। রীতিমতো একটি বইয়ের পাতা উল্টে মুখ্যমন্ত্রী সম্পর্কে সেসব বলেন কৌস্তব। তারপরেই শনিবার ভোরে কৌস্তভের বাড়িতে পুলিশ যায়। এরমধ্যেই তরুণ কংগ্রেস নেতা ফেসবুকে পোস্ট করেন লেখেন, ‘অবশেষে গ্রেফতার হলাম।’
কৌস্তভের দাবি, সাগরদিঘি উপনির্বাচনে হারের পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পালটা জবাব দেন কৌস্তভ। সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, কৌস্তভ বাগচীর গ্রেফতারির প্রতিবাদে বড়তলা থানার সামনে বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের। রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে বসে পড়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, উস্কানিমূলক বক্তব্য সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযুক্ত আইনজীবী ও কংগ্রেস মুখপাত্র কৌস্তুভ বাগচী।