দেশ ব্রেকিং নিউজ

কংগ্রেস–ডিএমকে রফা সম্পন্ন

বিধানসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে আসন সমঝোতা করে ফেলল কংগ্রেস–ডিএমকে। গত বিধানসভা নির্বাচনের থেকে এবার কংগ্রেসের আসন এক ধাক্কায় কমল অনেকটাই। তবে বিজেপিকে ঠেকাতে তারা তা মেনে নিয়েছে বলেই সূত্রের খবর। চার রাজ্যে ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন রয়েছে। আর এখন যা পরিস্থিতি তাতে এভাবেই আসন সমঝোতা করল তারা।
আসন্ন বিধানসভা নির্বাচনে এবার শরিক কংগ্রেসকে মাত্র ২৫টি আসন দিল ডিএমকে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ৪১টি আসন দিয়েছিল ডিএমকে। ওইসব আসনের মধ্যে মাত্র ৮টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। তার নিরিখে এবার আসন কমিয়ে দিল ডিএমকে। তাতে অবশ্য কংগ্রেস খুব একটা আপত্তি করেনি কংগ্রেস বলেই খবর।
তামিলনাড়ুতে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা দীনেশ গুন্ডুরাও সংবাদমাধ্যমে বলেন, ‘‌ডিএমকে ও কংগ্রেস তামিলনাড়ুতে আসন সমঝোতা শেষ করেছে। কংগ্রেস লড়াই করবে ২৫ আসনে। কন্যাকুমারী লোকসভা আসনের উপনির্বাচনেও প্রার্থী দেবে কংগ্রেস। এবার ডিএমকে–কংগ্রেস বড় জয় পাবে।’‌ ডিএমকে এবার লড়াই করবে ১৮০ আসনে। বিজেপি–এআইএডিএমকে জোট নিয়ে গুন্ডুরাও বলেন, ‘‌বিজেপির সঙ্গে এবার জোট করছে এআইএডিএমকে। বিজেপির উদ্দেশ্য হল এআইএডিএমকে শেষ করা।’‌