দেশ ব্রেকিং নিউজ

‘‌মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্যহীন’‌

সবেমাত্র মরুরাজ্যে রাজনীতির স্ফুলিঙ্গ বাগে এসেছে। তার মধ্যেই এবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাঞ্জাব। সেখানে এবার দলের অন্দরে জোর কোন্দল বেঁধেছে। এমনকী গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই বেড়ে গিয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রীকেই ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দিলেন দলীয় সাংসদ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এই ঘটনায় বেজায় চটলেও দলের মধ্যে অপমানিত হলেন।
জানা গিয়েছে, কিছুদিন আগেই পাঞ্জাবে বিষমদ কাণ্ডকে কেন্দ্র করে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে। মৃত্যু হয়েছে ১২১ জনের। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন লোকসভার সাংসদ প্রতাপ সিং বাজওয়া এবং রাজ্যসভার সাংসদ শামশের সিং ধিলঁ। সূত্রের খবর, হুমকি দিয়েছেন তাঁরা সরকার ফেলে দেওয়ার। অশান্তির শেষ নেই পাঞ্জাবে। এই ঘটনার তদন্তের ব্যাপার নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করেছেন বাজওয়া। তাতেই মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং চরম ক্ষুব্ধ হয়েছেন বলে খবর।
সংবাদসংস্থা এএনআই কে বাজওয়া বলেন, ‘‌বিষমদ কাণ্ড নিয়ে আমরা প্রশ্ন তোলার ফলে, ক্যাপ্টেন সাহেব (অমরিন্দর সিং) মানসিক ভারসাম্য হারিয়েছেন। তিনি ভাবছেন তাঁর নিজের দল কী করে তাঁকে প্রশ্ন করতে পারে।’‌ এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। সরাসরি দলের মধ্যে এই কোন্দলের সুযোগ নিতে পারে বিজেপি। তাই হাইকমান্ড হস্তক্ষেপ করতে পারে বলে শোনা যাচ্ছে।
এদিন বাজওয়া আরও বলেন, ‘‌দু’বছর আগে অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু হল। বিশেষ তদন্তকারী দল তৈরি হল। কিন্তু কোনও তদন্ত হল না। বাজি কারখানায় বিস্ফোরণ হল, ফের তদন্তকারী দল তৈরি হল আর আবার কিছু হল না। তাই প্রশ্ন এবারও কি বিশেষ তদন্তকারী দল তদন্ত করতে পারবে। আপনি কি গণতন্ত্রে সত্যি বিশ্বাস করেন?’‌ দলের মধ্যে তৈরি হওয়া এই ক্ষোভ কংগ্রেস সামাল দিতে পারে কিনা সেটাই দেখার।