ভবানীপুরে প্রার্থী না দেওয়ার কথা বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এখনও এই ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করেনি কংগ্রেস। তবে কংগ্রেস প্রার্থী না দিলে লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ বামেরা। সূত্রের খবর, ওই কেন্দ্রে প্রার্থী দিতে আগ্রহ প্রকাশ করেছে ফরওয়ার্ড ব্লক।
একুশের নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে ভবানীপুর আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। কিন্তু, উপনির্বাচনে মমতার বিরুদ্ধে কাউকে দাঁড় করাতে চান না অধীর চৌধুরী। তিনি বলেছিলেন, ‘এটা আমার ব্যক্তিগত মত, একজন তো মুখ্যমন্ত্রী হয়েই আছেন।’ ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হওয়ার পর কংগ্রেস কি করবে? তা স্পষ্ট নয়। বিষয়টি দলের কাছে দুদিন সময় চেয়েছেন প্রদেশ সভাপতি।
অধীরের মতের সঙ্গে এক মত নয় আলিমুদ্দিন। সিপিএম সূত্রের খবর, জাতীয়স্তরে যেভাবে মমতা ও সোনিয়া কাছাকাছি এসেছেন তাতে সৌজন্যের খাতিরে ভবানীপুর আসনে ওয়াকওভার দিতে পারে কংগ্রেস। আর ফরওয়ার্ড ব্লক এখন পৃথকভাবে চলতে চাইছে। তাই তারা চায় প্রার্থী দিতে। ৭ সেপ্টেম্বর ফ্রন্টের বৈঠক। ওই বৈঠকেই প্রার্থী নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত।