রাজ্য লিড নিউজ

কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ইস্তফা দেওয়ার পর থেকেই নির্বাচন কমিশনারের ২টি পদ শূন্য। লোকসভা নির্বাচনের ঠিক আগেই নির্বাচন কমিশনারের ইস্তফা নিয়ে শোরগোল শুরু করেছে কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নতুন ২ নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

জানা গিয়েছে,আগামী ১৫ মার্চ নতুন দুই কমিশনারকে নিয়োগ করা হবে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। সোমবার নতুন নির্বাচন কমিশনারের নিয়োগে স্থগিতাদেশ জারি করার জন্য কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেস সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে।