দেশ ব্রেকিং নিউজ

মণিপুরের অশান্তি রুখতে রাষ্ট্রপতির দ্বারস্থ কংগ্রেস

অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরের পরিস্থিতি সামাল দিতে সোমবার তিনদিনের সফরে মণিপুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই মধ্যে এবার মণিপুরের অশান্তি রুখতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হল কংগ্রেস। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রতিনিধি দল।

মণিপুরের অশান্তি রুখতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান তাঁরা। তাঁদের দাবি, মণিপুর খুব ছোট একটি রাজ্য। কেন্দ্রীয় সরকার চাইলেই যে কোনও সময় মণিপুরের অশান্তি বন্ধ করতে পারে। হিংসায় জর্জরিত মণিপুরে ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। কার্যত সেকারণেই এদিন সকালে মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে কে.সি বেণুগোপাল ও মুকুল ওয়াসনিক সহ মণিপুর কংগ্রেসের প্রতিনিধিরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে একটি বৈঠকও করেন। মণিপুরের শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে রাষ্ট্রপতিকে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও আর্জি জানান তাঁরা। এমনকী মণিপুরের শান্তি ফিরিয়ে আনতে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পেশ করেন কংগ্রেস প্রতিনিধিরা।