রাজ্য লিড নিউজ

বিভ্রান্তি কাটল,রাত দুটোর পরিবর্তে দুপুর দুটোয় অধিবেশন ডাকলেন রাজ্যপাল

বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে জট কাটলো। আগামী ৭ মার্চ দুপুর দুটোয় রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। আজ, বৃহস্পতিবার রাজভবনের রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদির সঙ্গে আরেক দফা বৈঠকের পর রাজ্যপাল এই সংক্রান্ত নির্দেশ জারি করেন।

প্রসঙ্গত, এরই মধ্যে দিন কয়েক আগে একটি ট্যুইট বার্তায় রাজ্যপাল উল্লেখ করেন, বিধানসভার অধিবেশন হবে রাত দু’টোয়। এই ঘটনা ঐতিহাসিক ও নজিরবিহীন বলেও আখ্যা দেন তিনি। রাজ্যপালের দাবী, মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভা থেকে রাজ্যপালের কাছে যে চিঠি পাঠানো হয়, তাতে দুপুর ২ টোর পরিবর্তে রাত দু’টো হয়েছিল। সেই মতোই রাজ্যপাল অধিবেশন ডাকেন। তা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। শুধু তাই নয়, কেন এ ভাবে রাত ২ টোয় বিধানসভা অধিবেশন ডাকতে চাইছে সরকার, তার জবাবও তলব করেন তিনি। মন্ত্রিসভার তরফে যে চিঠি পাঠানো হয়, তার প্রতিলিপিও ট্যুইট করে পোস্ট করেন রাজ্যপাল। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকেও পাঠান তিনি।

উল্লেখ্য, এ নিয়ে মুখ্যমন্ত্রী নিজে রাজ্যপালের সঙ্গে কথা বলেন। নবান্নের পাঠানো চিঠিতে সময় উল্লেখের ক্ষেত্রে পিএম (দুপুর) এর পরিবর্তে ভুল করে এএম (রাত) হয়ে যায় বলে জানান। অবশেষে, সেই সমস্যা মিটল। দুপুর দু’টোতেই ডাকা হল অধিবেশন।