কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া জটিল হল। শুক্রবার অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগে ১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট । বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, যাঁরা সুপারিশপত্র পেয়েছেন, তাঁদের নিয়োগপত্র দেওয়া যাবে না। এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
উল্লেখ্য, ২০১৬ সালে কর্মশিক্ষা ও শারীরশিক্ষক পদে নিয়োগের জন্য নেওয়া পরীক্ষার ভিত্তিতে নিয়োগের তোড়জোড় করে কমিশন। অতিরিক্ত ৭৫০ শূন্যপদ তৈরি করে নিয়োগের প্রস্তুতি নেয়। কিন্তু এক চাকরিপ্রার্থীর মামলার ভিত্তিতে চলতি সপ্তাহেই স্থগিতাদেশ দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। দু’দিনের জন্য সেই স্থগিতাদেশ ছিল। শুক্রবার সেই মামলা ফের আদালতে উঠলে বিচারপতির প্রশ্নের মুখে পিচিয়ে যায় স্কুল সার্ভিস কমিশন। বাতিল হওয়া প্রার্থীদের নিয়োগ করা হোক অতিরিক্ত শূন্যপদে, এই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি ৩০ নভেম্বর।
সম্প্রতি আদালতে দাখিল করা নতুন চারটি হলফনামায় কমিশনের আবেদন ছিল যে রাজ্যের তৈরি করা শূন্যপদে যেন চাকরি বাতিল হওয়া ব্যক্তিদের নিয়োগের অনুমোদন দেওয়া হয়। কমিশনের এই অবস্থানের উল্টোপথে হেঁটে রাজ্য জানায়, তারা এই অবস্থানের বিপক্ষে, অযোগ্যদের নিয়োগের পক্ষে তারা নয়। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি ৩০ নভেম্বর।