রাজ্যসভার সাংসদ পদে শপথ নিতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন মমতাবালা ঠাকুর। কিন্তু চোখের কোণে চিকচিক করছে জল! আর এভাবেই ঠাকুরনগরের ঠাকুরবাড়ি ছাড়লেন বড়মা বীনাপানি দেবীর পুত্রবধূ মমতাবালা। কারণ বড়মার ঘরের বাইরে তালা বন্ধ। ভিতরে যেতে না পেরে তাই বাইরে থেকেই বড়মার ঘরে প্রণাম সেরে দিল্লিযাত্রা করলেন মমতাবালা ঠাকুর।
আক্ষেপের সুরে তিনি জানান, “আমার বলার কিছু নেই। জীবনে যা কিছু করেছি, সব ক্ষেত্রে শাশুড়ির ঘরে প্রণাম করে গিয়েছি। আমার জীবনে হয়ত এটা সবথেকে বেদনাদায়ক সময়, আজ বড়মার ঘরে প্রণাম করে যেতে পারলাম না। তবে বড়মা যেখানেই থাকুন না কেন… আমি মনে করি মা আমাকে আশীর্বাদ করবেন।”
চোখের জল ফেলতে ফেলতে তিনি আরও বলেন, “আমার জীবনের সম্বল চোখের জল। অসহায় মানুষ আমি। আজ বুঝলাম, বিধবা হওয়ার যন্ত্রণা কতটা ভয়াবহ। এই আধুনিক যুগে এসেও আমাকে সেটা ভোগ করতে হচ্ছে।”
ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও শান্তনুর নামে নালিশ জানাবেন বলে জানান তৃণমূল সাংসদ।