আগামী ৩ আগস্ট কন্টাই কো–অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীকে আস্থাভোটের মুখোমুখি হতে হচ্ছে। তার আগে গত ২০ জুলাই তলবি সভার দিন ধার্য হয়েছিল। ব্যাঙ্কের সেক্রেটারি তথা সিইও পার্থপ্রতিম পতি ৯ জুলাই সমস্ত ডিরেক্টরকে চিঠি দিয়ে ২০ জুলাই তলবি সভা হবে বলে জানিয়েছিলেন। আচমকা আগের দিন অর্থাৎ ১৯ জুলাই ব্যাঙ্কের সেক্রেটারি নিজের চিঠি প্রত্যাহার এবং তলবি সভা বাতিল সংক্রান্ত নোটিস জারি করেন। শুভেন্দুবাবুর নির্দেশেই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত পার্থপ্রতিমবাবু এই কাজ করেছেন বলে ওয়াকিবহাল মহলের ধারনা।
ওই ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুবাবুকে সরানোর জন্য মোট ন’জন ডিরেক্টর অনাস্থার বিপক্ষে থাকা পাঁচজনের কাছে চিঠি ইস্যু করেছেন। আগামী ৩ আগস্ট ফের আস্থাভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সেদিন ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডল ওই সভা পরিচালনা করবেন। ব্যাঙ্কের ১৪ জন ডিরেক্টরের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্য শুভেন্দুবাবুকে চেয়ারম্যান পদে আর চাইছেন না বলে অনাস্থা প্রস্তাবকদের দাবি। তাঁকে সরিয়ে নতুন কাউকে চেয়ারম্যান করার পক্ষে কন্টাই কো–অপারেটিভ ব্যাঙ্কের অধিকাংশ ডিরেক্টর। উল্লেখ্য, গত ৫ জুলাই কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট সাতজন ডিরেক্টর সম্পাদকের কাছে অনাস্থাপত্র জমা করেন।
এই মুহূর্তে ন’জন শুভেন্দুবাবুর বিপক্ষে চলে গিয়েছেন। তাই ওই ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যানের মাধ্যমে ৩আগস্ট সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, ওই ব্যাঙ্কের সেক্রেটারি তথা সিইও চেয়ারম্যান ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনি তলবি সভার দিনক্ষণ চূড়ান্ত করার পরও সেটা বাতিল করে দেওয়ায় ক্ষুব্ধ সংখ্যাগরিষ্ঠ ডিরেক্টর। এই অবস্থায় ন’জন ডিরেক্টর ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডলের কাছে অনাস্থা প্রস্তাব জমা করেন। আগামী ৩ আগস্ট তিনিই আস্থা ভোটের জন্য বৈঠক পরিচালনা করবেন। ব্যাঙ্কের সংখ্যাগরিষ্ঠ ডিরেক্টর চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিপক্ষে থাকায় আস্থা ভোটে তাঁর অপসারণ কার্যত নিশ্চিত।
টানা তিনটি টার্মে ওই ব্যাঙ্কে সভাপতি আছেন শুভেন্দুবাবু। তাঁর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জমা পড়েছে। এতে ব্যাঙ্কের গরিমা নষ্ট হয়েছে বলে সংখ্যা গরিষ্ঠ ডিরেক্টরের দাবি। তাই চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুবাবুকে সরিয়ে নতুন মুখ আনতে চাইছেন তাঁরা। শুধু ব্যাঙ্ক নয়, কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি পদ থেকেও শুভেন্দুবাবুর বিরুদ্ধে অনাস্থা এসেছে। আগামী ২ আগস্ট তার তলবি সভা ডাকা হয়েছে।