আবগারি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দীর্ঘ ১৮ মাস জেলবন্দি থাকার পর শুক্রবার সকালে তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন আবগারি দুর্নীতি মামলায় জামিন দিয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দিনের পর দিন সিসোদিয়াকে জেলে আটকে রাখাটা তাঁর নৈতিক অধিকারের বিরোধী। তবে জামিন দিলেও মণীশ সিসোদিয়াকে কিছু শর্ত দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, প্রতি সোমবার তদন্তকারী অফিসারের কাছে রিপোর্ট করতে হবে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। পাসপোর্টও জমা রাখতে হবে সিসোদিয়াকে। একইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করা যাবে না।
এদিকে, সিসোদিয়ার জামিনের খবর প্রকাশ্যে আসতেই মিষ্টি বিতরণ শুরু করেন আপ কর্মী-সমর্থকরা। দলের সাংসদ সঞ্জয় সিং বলেন, কেন্দ্রের স্বৈরাচারী সরকারকে এটা যোগ্য জবাব। দীর্ঘদিন ধরে জেলে বন্দি থাকার পরে সিসোদিয়া মুক্তি পেয়েছেন। একইভাবে অরবিন্দ কেজরিওয়ালও মুক্তি পাবেন বলেই আশাবাদী তিনি।