কলকাতা রাজ্য লিড নিউজ

শর্ত সাপেক্ষে জামিন: ২৩ মাস পর জেল মুক্তি মানিকের

দীর্ঘ ২৩ মাস জেল বন্দি থাকার পর বৃহস্পতিবার সকালে তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেন।

সূত্রের খবর, ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টে জামিনের আবেদন জানান মানিক ভট্টাচার্য। তবে জামিন পেলেও বেশকিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে মানিককে। এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, মানিক ভট্টাচার্যকে পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তে সাহায্য করতে হবে, ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে। নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না।

এর পাশাপাশি তদন্তকারীকে নিজের ফোন নম্বর জানাতে হবে।প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল হাইকোর্টেই আবেদন করতে হবে তাঁকে। এরপরই কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি।