রাজ্য লিড নিউজ

শর্তসাপেক্ষে জামিন কল্যাণময়ের

শর্তসাপেক্ষে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে এদিন জামিন মিলেছে কল্যাণময়ের। মিডলম্যান প্রসন্ন রায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। আর এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট।

তবে,নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্ত্রীর জামিন পাওয়ার পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন পাওয়া নিঃসন্দেহে বড় বিষয়। কারণ, এই দুর্নীতিতে সরাসরি তাঁর নাম বারংবার উঠে এসেছিল। তবে জামিনের রয়েছে কিছু শর্ত। প্রাক্তন পর্ষদ সভাপতিকে তদন্তে সহযোগিতা করতে হবে। কলকাতা পুরসভার একটি নির্দিষ্ট এলাকায় থাকতে হবে তাঁকে। বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না তিনি। এছাড়া, পাসপোর্ট থাকলে তা নিম্ন আদালতে জমা করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত পাঁচজন অভিযুক্ত জামিন পেয়েছেন।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। বাগ কমিটির রিপোর্টে নাম ছিল কল্যাণময়ের। নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ওইদিন তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতারির প্রায় ১৪ মাস পর জামিন পেলেন তিনি।