এখনও চলছে না সব দূরপাল্লার ট্রেন। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১৫১৭টি স্পেশাল ট্রেন ও ৮৪৬টি প্যাসেঞ্জার ট্রেন চালানো হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় লিখিত উত্তরে জানান, করোনা রুখতে ২০২০ সালের মার্চ থেকে সমস্ত যাত্রীবাহী ট্রেন বন্ধ ছিল। এখন পরিস্থিতিতে রাজ্য সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে শুধুমাত্র বিশেষ ট্রেন চালানো হচ্ছে।
তিনি জানান, রেলের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। সেই মতোই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতিতে যাত্রীদের যে ছাড় তুলে নেওয়া হয়েছে, তা ফের এখনই আবার চালু করার কোনও প্রস্তাব নেই।
ভারতীয় রেলের তরফে নানা যাত্রীদের ৫১ রকমের ছাড় দেওয়া হয়। তার মধ্যে রয়েছেন প্রবীণ নাগরিকেরাও। তাঁরা ট্রেনের টিকেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়া শিক্ষক, যুদ্ধে শহিদ পত্নী, ক্রীড়াবিদরাও ছাড় পেয়ে থাকেন। ট্রেনের ভিতরে WiFi পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। বেশ কয়েক বছর আগে ট্রেনের ভিতরে হাই-স্পিড WiFi ইন্টারনেট পরিষেবা ছিল রেলের।
উল্লেখ্য, ২০১৯ সালে তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, আগামী চার থেকে সাড়ে চার বছরের মধ্যে দেশের সব ট্রেনে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। এই মুহূর্তে দেশে ৬ হাজারের বেশি রেলওয়ে স্টেশনে বিনামূল্যে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে দেয় ভারতীয় রেল। তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ৫০০টি রেলস্টেশন, যেখানে হাই-স্পিড WiFi ব্যবহার করতে দেওয়া হয় গ্রাহকদের।
You must be logged in to post a comment.