সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে বাংলাদেশে। সরকারি ছুটির দিন ছাড়া প্রত্যেকদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র সিরাজুল ইসলাম এই খবর জানিয়েছেন। গত বছরের মতো এবারেও লকডাউনে ৮টি পার্সেল ট্রেন চলাচল করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মানুষের জীবনরক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। জীবন সবার আগে। তাই লকডাউনে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
অফিস–আদালত সব বন্ধ থাকার পাশাপাশি ঘরের বাইরে মানুষের চলাচলও বন্ধ। চাকা ঘুরছে না গণপরিবহণের। বন্ধ রয়েছে ট্রেন এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ান। জরুরি কাজের জন্য পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ সংগ্রহ করতে হচ্ছে। লকডাউনের ঘোষণায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাইরে থেকে আসা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন। গ্রামে ফিরে যাওয়া ছাড়া কোনও বিকল্প পথ নেই তাঁদের কাছে।
এবারেও লকডাউনে ৮টি পার্সেল ট্রেন চলাচল করবে। ১৪ এপ্রিল থেকে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম-সহ দেশের ছয়টি রুটে ৮টি পার্সেল ট্রেনে ২৫% রেয়াতি মূল্যে কৃষিজাত পণ্য পরিবহন করা হচ্ছে। পার্সেলে মাল পরিবহনের সুবিধার্থে ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। এবারের লকডাউনে গত বছরের তুলনায় পণ্য পরিবহণে ট্রেনের সংখ্যা বাড়বে। প্রতি মাসে ১৫০টি পণ্যবাহী ট্রেন বাংলাদেশে চলাচল করবে এমন অভাসই দিয়েছেন রেলভবনের একজন আধিকারিক।