এয়ার ইন্ডিয়ার ছায়া এবার কলকাতা গামী ট্রেনে। অভিযোগ, মদ্যপ অবস্থায় ট্রেনের এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করেছেন টিকিট পরীক্ষক। ঘটনাটি ঘটেছে অমৃতসর থেকে কলকাতাগামী অকাল তখত এক্সপ্রেসে। ওই মত্ত টিকিট পরীক্ষককে ট্রেনের যাত্রীরাই পাকড়াও করে রেল পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
রেল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত টিকিট পরীক্ষকের নাম মুন্না কুমার। তিনি বিহারের বাসিন্দা। তিনি অকাল তখত এক্সপ্রেসে টিকিট পরীক্ষার দায়িত্বে ছিলেন। ঘটনাটি ঘটেছে ওই ট্রেনের এ-১ কামরায়। ওই কামরায় যাত্রী ছিলেন রাজেশ এবং তাঁর স্ত্রী। রাজেশের অভিযোগ, মধ্যরাতে মদ্যপ অবস্থায় টিকিট পরীক্ষক মুন্না কুমার প্রস্রাব করেন তাঁর স্ত্রীর মাথায়। ঘুম ভেঙে যাওয়ায় ব্যাপারটা বুঝতে পারেন তিনি। তাঁর চিৎকারে সকলেই উঠে পড়েন। তখনই ওই টিকিট পরীক্ষককে হাতে নাতে ধরে ফেলেন সহযাত্রীরা। পরদিন সকালে মুন্না কুমারকে ট্রেনের কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তুলে দেয় রেল পুলিশের হাতে। তাঁকে আটক করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
যদিও রেলের তরফেও ঘটনার দুঃখ প্রকাশ করে সঠিক তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে. ঘটনার সময় ওই টিকিট পরীক্ষক মত্ত অবস্থায় ছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত দোষী প্রমানিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে রেল। এর আগে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন এক মত্ত পুরুষ বিমানযাত্রী। পরে তাঁকে গ্রেফতার করা হয় বেঙ্গালুরু থেকে। এবার বিমানের মতো একই ঘটনা ঘটল চলন্ত ট্রেনে।