রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, যা নিয়ে কয়েকদিন ধরেই এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়।
বৃহস্পতিবারই ২ মে অর্থাৎ ঘটনার দিনের ১ ঘণ্টা ৯ মিনিটের একটি ফুটেজ প্রকাশ্যে এনেছিল রাজভবন। যদিও সেই ফুটেজে রাজভবনের মূল গেটের পুলিশ আউটপোস্ট সংলগ্ন দু’টি সিসি ক্যামেরার ফুটেজ দেখা গিয়েছিল।
এবার জানা গেল, কলকাতা পুলিশের হাতে আরও একটি ফুটেজ এসেছে। সেখানে কাঁদতে কাঁদতে রাজভবনের সিঁড়ি থেকে নামতে দেখা যাচ্ছে অভিযোগকারিণী তরুণীকে। এরপর সোজা স্পেশ্যাল সেক্রেটারির অফিসে যান। সেখানে একজন ডাক্তার ছিলেন তিনি ওই তরুণীকে প্রথমে আশ্বস্ত করার চেষ্টা করেন। এরপর স্পেশ্যাল সেক্রেটারির ঘর থেকে বেরিয়ে রাজভবনের ওসির ঘরের দিকে যান তিনি।
উল্লেখ্য, গতকাল রাজভবনের তরফ থেকে দেখানো ফুটেজে দেখা গিয়েছিল, ওসি এবং অতিরিক্ত ওসির ঘরে ঢুকছেন অভিযোগকারিণী। তাঁর কাঁদতে কাঁদতে সিঁড়ি থেকে নামার ফুটেজ গতকাল দেখানো হয়নি। এবার শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালের অস্বস্তি আরও বাড়ল বলে অনুমান ওয়াকিবহাল মহলের।