রাজ্য

লকেট–অমিতের বিরুদ্ধে মামলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন অবৈধভাবে ট্যাপ করার অভিযোগে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে দায়ের হল মামলা। রবিবার কালীঘাট থানায় গিয়ে মামলা দায়ের করেছেন কসবার এক মহিলা তৃণমূল কর্মী। অভিযোগে তিনি জানান, ১৬ এপ্রিল অমিত মালব্য ও লকেট চট্টোপাধ্যায় একটি অডিও টেপ চালান।
পুলিশ সূত্রে খবর, মহিলার অভিযোগ পেয়ে লকেট এবং অমিতের বিরুদ্ধে টেলিগ্রাফ আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে কালীঘাট থানার পুলিশ। শীঘ্রই শুরু হবে তদন্ত। সেখানে শীতলকুচি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলপ্রার্থী পার্থপ্রতিম রায়ের মধ্যে কথোপকথন শোনা যায়। যে টেপটি মূল অংশ থেকে কেটে নেওয়া একটি বিশেষ অংশই শোনানো হয়।
এটা ‘১৮৮৫ সালের ভারতীয় টেলিগ্রাফ আইন’, ‘২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন’ এবং ‘১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধি’র বিরুদ্ধাচারণ। ফৌজদারি আইনে মামলা দায়ের করে তদন্ত হওয়া উচিত বলে মনে করছে শাসকদল। তৃণমূলের প্রতিনিধিদলের সদস্য পূর্ণেন্দু বসুর প্রশ্ন, মমতার ফোন যদি ট্যাপ না হবে, তাহলে একটি রাজনৈতিক দলের কাছে কীভাবে দলীয় প্রার্থীর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ক্লিপ পৌঁছে গেল? কমিশনে নালিশ জানানোর আগেই অবশ্য তৃণমূলের তরফে টুইটারে ক্ষোভ উগরে দেওয়া হয়।
ওই তৃণমূলকর্মীর অভিযোগের ভিত্তিতেই ইন্ডিয়ান টেলিগ্রাফিক অ্যাক্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের একাধিক ধারায় এই মামলা রুজু করা হয়।পুলিশ তদন্ত শুরু করেছে। শীতলকুচির ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের ভোটে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করারও অভিযোগ তুলেছে বিজেপি। তারপর থেকে এই ক্লিপটিকে ঘিরেই আবর্তিত হচ্ছে রাজ্য রাজনীতি।