বিনোদন ব্রেকিং নিউজ

‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর সঙ্গে পাল্লা দিচ্ছে ‘আর আর আর’

মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির ‘আর আর আর’।মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিতে শুরু করেছে দ‍্য কাশ্মীর ফাইলস এর সঙ্গে।এখনো পর্যন্ত IMDb তে ৯.২ রেটিং পেয়েছে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। ছবির গানগুলি তেমন প্রশংসা না পেলেও সংলাপ থেকে শুরু করে অ্যাকশন পর্যন্ত দারুন প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে দর্শকদের কাছ থেকে।

প্রথম দিনেই ছবিটি ভাল ব‍্যবসাও করেছে বলে শোনা যাচ্ছে। ফিল্ম সমালোচকদের দাবি, করোনা পরবর্তীকালে প্রথম দিনে ব‍্যবসার হিসাবে ‘সূর্যবংশী’র পরেই রয়েছে আর আর আর। প্রথম দিনের আয়ের ক্ষেত্রে বচ্চন পাণ্ডে ও ৮৩ কেও ছাপিয়ে গিয়েছে এই ছবি। গোটা বিশ্বে ২০০-২৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে আর আর আর।

গত বছর সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও করোনার কারণে শেষ মুহূর্তে পিছিয়ে যায় এই ছবির মুক্তি। শুক্রবার, ২৫ মার্চ মুক্তি পেল ট্রিপল আর। আর মুক্তির পরেই IMDb রেটিংয়ে তাক লাগালো ছবিটি।প্রসঙ্গত, ইতিহাস তৈরি করেছে দ‍্য কাশ্মীর ফাইলস। একের পর এক রেকর্ড গড়ছে এই ছবি। এখনো পর্যন্ত ২০৭.৩৩ কোটি টাকার ব‍্যবসা করেছে দ‍্য কাশ্মীর ফাইলস।দা কাশ্মীর ফাইলস এর সঙ্গে কেমন টক্কর লাগাতে পারে আর আর আর, সদ্য মুক্তি পাওয়া এই ছবি, সেটাই দেখার অপেক্ষায় মুখিয়ে আছে দর্শককূল।