বাংলাদেশে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ভাইরাসটি এমনভাবে ছড়াচ্ছে যার উৎস চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক এই সংস্থার দক্ষিণ–পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ড. পুনম ক্ষেত্রপাল সিং এই তথ্য জানিয়েছেন।
সংবাদমাধ্যমে তিনি বলেছেন, বাংলাদেশবাসীর মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে, এমন কোনও তথ্যপ্রমাণও মেলেনি। সুতরাং পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। হু–এর দক্ষিণ–পূর্ব এশিয়ার অধিকর্তা ড. পুনম ভাইরাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে জানাচ্ছেন, স্থানীয় পর্যায়ে ভাইরাসটি কার্যকর রয়েছে। এই ভাইরাস মোকাবিলায় নিরাপত্তামূলক ব্যবস্থায় শিথিলতা দেখানোর কোনও সুযোগই নেই।
রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি পদক্ষেপের প্রশংসা করেন তিনি বলেন, ‘সরকারের সমন্বয়মূলক কাজ, রোগ শনাক্তকরণ, স্বাস্থ্যসুরক্ষা ও অন্যান্য সংশ্লিষ্ট পদক্ষেপ সুফল এনেছে। এসব পদক্ষেপ সংক্রমণ ছড়িয়ে পড়া এবং চিকিৎসা দরকার, এমন নতুন সংক্রমিত রোগীর সংখ্যা সীমিত পর্যায়ে রাখতে সহায়তা করেছে।’
এখন বাংলাদেশেও সংক্রমণের হার রোজ কমছে। রোগী শনাক্তের হার ১১.৩৫ শতাংশ। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৪৭৩৩। নতুন রোগী শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। কিন্তু তার মধ্যেও চাপে রাখছে গোষ্ঠী সংক্রমণ নিয়ে হু–এর উদ্বেগপ্রকাশ। সংক্রমণের উৎস অজানা থাকায় সেই আশঙ্কা বাড়ছেই।