কমনওয়েলথ গেমসে একের পর এক পদক জিতছেন ভারতীয় অ্যাথেলিটরা। আর সেইসব কৃতি অ্যাথলিটদের সঙ্গে এবার নাম জুড়ল পশ্চিমবঙ্গের অচিন্ত্য শিউলিরও।
রবিবার মধ্যরাতে পুরুষদের ৭৩ কেজি ভারোত্তোলন ইভেন্টে নেমে প্রথম চেষ্টাতেই তিনি ১৩৭ কেজি ভার তুলতে সক্ষম হন। ধীরে ধীরে অচিন্ত্য শিউলি ধাপে ধাপে স্ন্যাচের দ্বিতীয়বারে যখন ১৪০ কেজি তুলে ফেললেন অবলীলায়, গোটা স্টেডিয়াম তখন ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়। তৃতীয় প্রচেষ্টায় তোলেন ১৪৩ কেজি তুলে নিতেই সোনা জয়ের পথ যেন পরিস্কার দেখতে পারছিলেন উপস্থিত দর্শকরা।
প্রথম ধাপ অবলীলায় পেরিয়ে গেলেও ক্লিন এবং জার্ক বিভাগে জয় ছিনিয়ে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল অচিন্ত্য শিউলিকে। এদিন প্রথমবার ১৬৬ কেজি তুলতে সক্ষম হলেও দ্বিতীয়বার ১৭০ কেজি তুলতে ব্যর্থ হন। স্টেডিয়ামের রীতিমত হাত কামড়ানোর মত পরিস্থিতি তৈরি হয়। কিন্তু তৃতীয়বারের চেষ্টায় সেই ওজন তুলে গেমস রেকর্ড গড়ে নেন অচিন্ত্য। গোটা ইভেন্টে মোট ৩১৩ কেজির ভারোত্তোলন করে রাজ্যের মুখ উজ্জ্বল করে অচিন্ত্য।
সোমবার পুরুষদের ৬৭ কেজি বিভাগে রেকর্ড গড়ে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন তিনি। মীরাবাই চানুও ভারতকে দুর্দান্ত পারফর্ম করে সোনা এনে দিয়েছিলেন, তিনিও এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। আর পাঁচজন সেরা অ্যাথলিটদের মত স্ন্যাচে নিজের সেরাটা দিয়েছিলেন জেরেমি। সেই ধাপে ১৪০ কেজি ওজন তুলেছিলেন এই ভারোত্তলক। এরপরই ক্লিন অ্যান্ড জার্কে তিনি তুলে নেন ১৬০ কেজি। মোট ৩০০ কেজির ওজন তুলে কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন মিজোরামে জেরেমি।
দেশের অন্যতম চর্চিত খেলা হকিতেও দাপটের সঙ্গে খেলেছে ভারতীয় পুরুষ হকি দল। এইবছর থেকেই কমনওয়েলথ গেমসে শুরু হয়েছে ক্রিকেট ম্যাচও। আর সেই ম্যাচে মাঠে নেমেই দুর্দান্ত প্রদর্শন করল ভারতীয় মহিলা ক্রিকেট দল।