5th June lunar eclipse occur. It is the 2nd lunar eclipse in this year. It started at 1115 pm.
পরিবেশ

আর তিনদিন বাদে চন্দ্রগ্রহণ

২০২০ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে। আগামী ৫ জুন শুক্রবার দেখা যাবে চন্দ্রগ্রহণ। তবে এটি দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আন্টার্টিকা থেকে। ভারতেও এটি খালি চোখে দেখা যাবে বলে জানা গিয়েছে। এই বছর প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল ১০ জানুয়ারি। আর এবারের এই চন্দ্রগ্রহণ পৃথিবীর প্রধান ছায়া চাঁদের ওপরে পড়বে না।
এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ১৫ মিনিটে। আর তা চলবে রাত ২টো ৩৪ মিনিট পর্যন্ত। প্রায় ৩ ঘণ্টা ১৯ মিনিট চলবে চন্দ্রগ্রহণ। ৫ জুন রাত ১২টা ৫৪ মিনিট থেকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছে টাইমঅ্যান্ডডেট ডট কম।
ওয়েবসাইটটি জানাচ্ছে, চন্দ্রগ্রহণে চাঁদকে দেখাবে প্রায় পূর্ণিমার চাঁদের মতো। কারণ পৃথিবীর প্রধান ছায়ার ভেতরে থাকবে না চাঁদ। তা থাকবে পৃথিবীর প্রচ্ছায়ার মধ্যে। তাই এবারের এই চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে পেনামব্রাল লুনার একক্লিপ্স।
উল্লেখ্য, সাধারণভাবে জুন মাসের চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। এই চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে স্ট্রবেরি পেনামব্রাল লুনার একক্লিপ্স। চলতি বছর ১০ জানুয়ারি এবং ৫ জুনের পর ফের চন্দ্রগ্রহণ হবে ২৯ নভেম্বর। এই চন্দ্রগ্রহণ স্পষ্ট দেখা গেলেও ২৯ নভেম্বর আংশিক চন্দ্রগ্রহণের দেখা মিলবে।