ব্রেকিং নিউজ রাজ্য

ধেয়ে আসছে ‘বিপর্যয়’ ও ‘তেজ’! জেনে নিন কবে, কোথায় আছড়ে পড়বে?

তেড়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়। ঘূর্ণাবর্তের পরিমণ্ডল তৈরি হচ্ছে বঙ্গোপসাগর ও আরব সাগরে। সম্ভাবনা আছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দুটি ঘূর্ণিঝড়ের। বঙ্গোপসাগর ও আরব সাগরে জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে বদলে ঘূর্ণিঝড় তৈরি করতে পারে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগর তোলপাড় করেছিল ঘূর্ণিঝড় মোখা। সমুদ্রের মধ্যেই সুপার সাইক্লোন হয়ে শেষ পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়ে মায়ানমারে। এর প্রভাব পড়ে বাংলাদেশেও।

হাওয়া অফিস জানাচ্ছে, ফের উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। রবি-সোম নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। ৫ জুন থেকে ৭ জুনের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়াবে। এর অবস্থান হতে পারে পূর্ব, মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ৮ জুন থেকে ৯ জুনের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাংলাদেশ এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে “বিপর্যয়”। তবে ঘূর্ণিঝড় কোন অভিমুখে যাবে? তা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, ৮ জুন থেকে ১০ জুনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূল বরাবর সমুদ্রেই অবস্থান করবে। ভারত এর নাম দিয়েছে “তেজ”।