বিনোদন

‘কমেডিটা চোখে দেখে অনুভব করতে হয়’

তিন দশক পেরিয়ে গেলেও জনপ্রিয়তা কমেনি একটুও। বলা হচ্ছে ‘মিস্টার বিন’ এর কথা। ‘মিস্টার বিন’ চরিত্রের সাথে রোয়ান অ্যাটকিনসন এতটাই মিলে মিশে আছে যে, তার আসল নামটাই হারিয়ে গেছে। তবে কাজটা এত সহজ ছিল না তার জন্য।

প্রাপ্তবয়স্ক একজন মানুষ। তবে মনটা শিশুর মতো। এমন একটা চরিত্রে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাওয়া সহজ কথা নয়। এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি কথা বলেছেন সেই অভিজ্ঞতা নিয়ে। তিনি বলেন, “আমি সবসময় বিশ্বাস করতাম, ‘মিস্টার বিন’ সফল হবে এবং অনেকদিন চলবে। কারণ এই কমেডিটা চোখে দেখে অনুভব করতে হয়, একজন পুরুষের শরীরে শিশুর মন। সব জাতি, সংস্কৃতির শিশুদেরই আচরণ একইরকম। তাই এতে সবাই আনন্দ পেয়েছে।”

‘মিস্টার বিন’-এ অভিনয়ের সবচেয়ে প্রিয় স্মৃতি জানতে চাওয়া হয়েছিল অ্যাটকিনসনের কাছে। তিনি বলেন, “দুঃখের সাথে জানাচ্ছি, এই শো-তে অভিনয় করাটা আমার জন্য খুব চাপের কাজ ছিল। কারণ এটা মজার করে তোলাটা ছিল আমার জন্য অনেক বড় দায়িত্ব।” তার মতে, দর্শক আনন্দ পেলেই কাজ সার্থক হয়।