শেষ রক্ষা হল না, ৪২ দিনের লড়াই শেষ। প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। গত এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তবকে। তারপর থেকেই চিকিৎসকদের কড়া নজরে ছিলেন কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব।
প্রসঙ্গত, স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় রাজু শ্রীবাস্তব। দেশে-বিদেশে একধিক কমেডিয়ান শো করেন তিনি। তবে শুধু স্ট্যান্ডআপ কমেডি নয়, সিনেমায় জগতেও রাজুর অভিনয় বেশ নজর কেড়েছে। রাজু শ্রীবাস্তব শুধুমাত্র একজন কৌতুল শিল্পীই নয়। বর্তমানে তিনি ছিলেন উত্তরপ্রদেশের ফিল্ম বিকাশ পরিসদের চেয়ারম্যানও। তবে তাঁর পরিচিতির শুরুটা হয়েছিল গ্রেট ইন্ডিয়ান লাফটার থেকে। সেখানে তাঁকে দেখা গিয়েছিল হৃত্বিক রোশনের সঙ্গে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে বম্বে টু গোয়া, বাজিগর, আমদানি আঠানি খরচা রুপাইয়া ছবিতে।
শুধু তাই নয় রাজুকে দেখা গিয়েছে একাধিক রিয়্যালিটি শো তেও। বিগ বস- এর তৃতীয় সিজনেও ছিলেন তিনি। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘নাচ বালিয়ে’, ‘কমেডি নাইটস উইথ কপিল’, ‘মজাক মজাক ম্যয়’ -এর মঞ্চে।