কোলোরাডো শহরে শুটআউট! বহু মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে এক পুলিশকর্তাও রয়েছেন৷ কোলোরাডো সুপারমার্কেটে পরপর গুলি চালায় বন্দুকবাজ৷ কলোরাডোর বোল্ডারে একটি গ্রসারি স্টোরে এলোপাতাড়ি গুলিতে নিহত হলেন অন্তত ১০। নিহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও আছেন। মোট কতজন আহত, সেটা এখনও স্পষ্ট নয়।
সন্দেহভাজন ব্যক্তিকে কিং সুপার্স গ্রসারি থেকে আটক করা হয়েছে৷ যদিও তার শরীরেও ক্ষত চিহ্ন রয়েছে এবং আপাতত হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ নিহত পুলিশ অফিসারের নাম এরিক ট্যালি। তিনি গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে যান। কিন্তু অন্যদের রক্ষা করতে গিয়ে তিনি নিজেই প্রাণ হারালেন। নায়কের মতোই মৃত্যুবরণ করেছেন তিনি। ঘটনার ঠিক আগেই বোল্ডার শহরের এই সুপার মার্কেট থেকে বেরিয়ে আসেন ডিন শিলার নামের এক ব্যক্তি৷ তিনি জানান যে, তিনি গুলির আওয়াজ শুনতে পান এবং দূর থেকে দেখেন যে, মার্কেটে উপস্থিত সকলেই মাথা নিচু করে রয়েছেন৷ পার্কিংয়ের জায়গায় দু’জন এবং দরজার সামনে একজন মাটিতে লুটিয়ে পড়েছে৷ তবে দূর থেকে বোঝা সম্ভব ছিল না যে তারা জীবিত ছিল না মৃত৷ জানিয়েছেন ডিন৷
এই ঘটনার ঠিক আগেই বোল্ডার শহরের এই সুপার মার্কেট থেকে বেরিয়ে আসেন ডিন শিলার নামের এক ব্যক্তি৷ তিনি জানান, তিনি গুলির আওয়াজ শুনতে পান এবং দূর থেকে দেখেন যে, মার্কেটে উপস্থিত সকলেই মাথা নিচু করে রয়েছেন৷ পার্কিং-এর জায়গায় দু’জন এবং দরজার সামনে একজন মাটিতে লুটিয়ে পড়েছে৷ তবে দূর থেকে বোঝা সম্ভব ছিল না যে তারা জীবিত ছিল না মৃত৷
স্থানীয় সময় অনুযায়ী, সোমবার দুপুর আড়াইটে নাগাদ কিং সুপারস সুপারমার্কেটে গুলি চলার খবর আসে। এক ব্যক্তি প্যাট্রল রাইফেল নিয়ে তাণ্ডব চালাচ্ছে বলে জানা যায়। এই খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে যান এরিক ট্যালি। তিনি গুলিতে মারাত্মক জখম হন। তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সন্দেহভাজন বন্দুকবাজকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে পরিবারের লোকজনকে খবর না দেওয়া পর্যন্ত বাকি ৯ জন মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হবে না। সবার পরিবারের প্রতিই সমবেদনা জানানো হচ্ছে।