রাজ্য লিড নিউজ

Clothing Controversy : কলেজের পোশাক বিতর্ক কলকাতায়

এবার কলকাতার কলেজের পোশাক বিতর্ক শুরু হয়ে গেল। দীর্ঘদিন ধরেই হিজাব বিতর্ক চলছিল নানা তর্ক-বিতর্ক সমালোচনার পর এখনো হিজাব বিতর্ক নিয়ে কোনো সমাধান আসেনি এর মধ্যেই আবার কলেজের পোশাক নিয়ে শুরু হয়ে গেল নানান রকম মত। ছেঁড়া জিন্‌স পরে কলেজে আসতে পারবেন না ছাত্রছাত্রী ও কর্মীরা এমনই নোটিস জারি করা হয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষের তরফে।

বলা হয়েছে, ছেঁড়া জিন্স বা এই ধরনের পোশাক পরা ‘‌অশালীন’‌। আর সে কারণেই কলেজ কর্তৃপক্ষের তরফে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, যদি এই ধরনের পোশাক পরে কলেজে আসা যাবেনা যদি কেউ এমন অশালীন কাজ করে তবে সেইসব ছাত্র-ছাত্রীদের টিসি দেওয়া হবে। কলেজের গেটে নোটিস পড়তেই ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও এই নিয়ে ‌মুখ খোলেনি কলেজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি কর্নাটকে বিতর্কের সৃষ্টি হয়। হিজাব বিতর্কে তোলপাড় গোটা দেশ। হিজাব পরে কলেজে প্রবেশ নিষেধ করা হয় । এ নিয়ে মামলাও হয় আদালতে। এবার সেই ধাঁচেই বাংলার কলেজে পোশাক বিতর্ক শুরু হল। তবে পড়ুয়াদের কথায়, অশালীন পোশাক পড়লে তা নিষিদ্ধ করতে পারে কলেজ কর্তৃপক্ষ, কিন্তু ‘‌রিপ্‌ড জিন্‌স’‌ নিষিদ্ধ করা একেবারেই অযৌক্তিক বলে মনে করছেন বেশিরভাগ কলেজ পড়ুয়ারা