২১ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলার নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের বিপরীত পথে হেঁটে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরে কোনও স্কুল–কলেজ খোলা হবে না। আর আজ, রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চু্যাল বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই সিদ্ধান্ত হয় ২ নভেম্বর থেকে রাজ্যে স্নাতক স্তরে ক্লাস শুরু হয়ে যাবে। এমনকী ভর্তি প্রক্রিয়ার ওপর নির্ভর করে ১৮ নভেম্বর বা ১ ডিসেম্বর থেকে স্নাতকোত্তরেও ক্লাস শুরু হবে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে।
এদিকে ইউজিসি’র পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, ১ নভেম্বর থেকে আগামী শিক্ষাবর্ষের ক্লাস চালু করে দিতে হবে। আর ৩১ অক্টোবরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়াও শেষ করে ফেলতে হবে বলে গাইডলাইন জারি করে ইউজিসি। করোনা আবহে কীভাবে সতর্কতা মেনে কলেজ–বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা সম্ভব, তা নিয়ে নির্দেশিকাও দেওয়া হয়।
জানা গিয়েছে, ইউজিসি যে গাইডলাইন দিয়েছে সেগুলো কার্যকর করে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান ফের খোলা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এখনও লোকাল ট্রেন বন্ধ। তাই শিক্ষা প্রতিষ্ঠান খুললেও পড়ুয়ারা কীভাবে কলেজে আসতে পারে, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারের পরীক্ষা হবে অনলাইনে, অক্টোবর মাসে। কিন্তু কলেজে–বিশ্ববিদ্যায়ের পঠন–পাঠন নিয়েও এবার জরুরি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আগেই বলেন, ‘দেশজুড়েই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় স্কুল–কলেজ খোলা যাবে না। করোনা মোকাবিলায় যে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড তৈরি করেছে রাজ্য সরকার, সেই বোর্ডের সদস্যরাও স্কুল খোলা নিয়ে আশঙ্কায় রয়েছেন। তাই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ থাকছে। তারপর বিষয়টি পুনবির্বেচনা করা হবে।’ শুধু ইউজিসি’র নির্দেশিকার পর আপাতত কলেজ–বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকেই মান্যতা দিল রাজ্য।