Education Minister Partha Chatterjee has announced that government, government-aided and government-aided schools in the state will remain closed till June 30. The education minister also urged private schools to comply with the guidelines. The same has been said in the fifth point lockdown guideline of the center. This time college-university was added there.
জেলা ব্রেকিং নিউজ

৩০ জুন পর্যন্ত বন্ধ স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়

এতদিন একটা প্রশ্ন নিয়ে জল্পনা ছিল— কতদিন বন্ধ থাকবে রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়?‌ এবার তা স্পষ্ট করে দিল রাজ্যের শিক্ষা দপ্তর। রাজ্যের সব সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। যদিও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের প্রশাসনিক অফিসগুলি খোলা যাবে। শিক্ষা সচিব মণীশ জৈন বিজ্ঞপ্তি জারি করে সব উপাচার্যদের এই কথা জানিয়েছেন। তবে তখন হস্টেলগুলি বন্ধ থাকবে।
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের পঞ্চম দফা লকডাউন অর্ডারে বলা হয়েছে, এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে জুলাই মাসে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। এই নির্দেশিকা হাতে পাওয়ার পরই বিকাশ ভবন থেকে আর একটি নির্দেশিকা জারি করা হল। বিকাশ ভবনের বিজ্ঞপ্তিতে রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শুক্রবারের পরামর্শেরও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আগেই ৩০ জুন পর্যন্ত রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেসরকারি স্কুলগুলিকেও এই নির্দেশিকা মেনে চলার আবেদন করেছিলেন শিক্ষামন্ত্রী। কেন্দ্রের পঞ্চম দফার লকডাউন নির্দেশিকাতেও ওই কথা বলা হয়েছে। এবার সেখানে কলেজ–বিশ্ববিদ্যালয় যুক্ত হল।