দেশ ব্রেকিং নিউজ

বন্ধ কয়লা খনিতে অবৈধ খননের সময় ধস, মৃত ২, নিখোঁজ ১০

ঝাড়খণ্ডের নিরসা থানার অন্তর্গত ইসিএল মুগমা এলাকায় কাপাসরা আউটসোর্সিংয়ের বন্ধ কয়লা খনিতে অবৈধ খননের সময় ধস নেমে মৃত্যু হল দুই শ্রমিকের। এখনও পর্যন্ত ১০ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, সোমবার সকালে ১২-১৩ জন শ্রমিক কাপাসরা আউটসোর্সিংয়ের খনিতে অবৈধ খননকার্য শুরু করলে খনির পাশের গরম পুকুর নামের একটি পুকুরের জল এসে ঢুকে যায় খনির মধ্যে। জলে তীব্রতায় মাটিতে ধস নামে। আটকে পড়েন শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় মানুষ। সেইসঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বিজেপির নিশার বিধায়ক অপর্ণা সেনগুপ্ত এবং জে এম এম পার্টির লক্ষ্মী দেবী। সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেও ইসিএল কর্তৃপক্ষকে জানিয়ে কোনও সুরাহা পাওয়া যায়নি। কাপাসরা আউটসোর্সিং এলাকায় নেই কোন কাঁটাতার, নেই কোন বেড়া। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।