দেশ ব্রেকিং নিউজ

কাশ্মীর উপত্যকায় শৈত্য প্রবাহ

প্রতিবারই ডিসেম্বরের শুরুতে কাশ্মীরের বিভিন্ন অংশে প্রবল শীত্যপ্রবাহ চলে। এবারেও তার ব্যতিক্রম হল না। সমগ্র কাশ্মীর উপত্যকায় তীব্র শৈত্যপ্রবাহ চলেছে। আপাতত কাশ্মীর উপত্যকায় পরিস্থিতি একইরকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শৈত্যপ্রবাহ বইছে উপত্যকা জুড়ে। ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। বরফে ঢেকেছে উপত্যকার বহু জায়গা।

জানা গেছে, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হবে উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে। সঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া। চলতি সপ্তাহের বৃহস্পতিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবি ও সোমবারও একইসঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার সকালের দিকে জম্মু ও কাশ্মীরের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।