ব্রেকিং নিউজ রাজ্য

গুজরাট থেকে ফিরল পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ

ভিনরাজ্য থেকে এক পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ মঙ্গলবার ফিরল নিজ গ্রামে। মৃত শ্রমিকের নাম কাসেদ আলি(৩৫)। বাড়ি মালদহের রতুয়া-১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকার দুধকুন্ডা গ্রামে। গুজরাটের সুরাটে মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শ্রমিকের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পাঁচ ভাইবোনের মধ্যে কাসেদ সবার বড়। বাবা মহম্মদ রফিজুদ্দিন পেশায় দিনমজুর। মা উম্মেহানি গৃহবধূ। কাসেদের স্ত্রী সুলেখা বিবি ছাড়াও চার নাবালক সন্তান রয়েছে। এলাকায় কাজ না পেয়ে সংসার চালাতে মাসখানেক আগে পরিযায়ী শ্রমিকের কাজে গুজরাটের সুরাটে গিয়েছিলেন তিনি। সেখানে কয়েকদিন থেকেই জ্বরে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় সুরাটের একটি হাসপাতালে চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়। ওইদিন রাতেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

এদিন সকালে কাসেদের মরদেহ বাড়িতে পৌঁছায়। তাঁর এই অকালমৃত্যুতে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন অসহায় পরিবার। রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো জানান, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারটিকে সবরকম সহযোগিতা করা হবে।